অস্ট্রেলিয়ান দর্শকদের চেয়ে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র’

‘অস্ট্রেলিয়ান দর্শকদের চেয়ে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৪ মে ২০২০, ০০:৪৩


বাংলাদেশের দর্শকদের প্রশংসা করলেন ফাফ ডু প্লেসি । ফাইল ছবিবাংলাদেশের দর্শকদের প্রশংসা করলেন ফাফ ডু প্লেসি । ফাইল ছবিআজ ফেসবুকে 'লাইভ' আড্ডায় তামিম ইকবাল এনেছিলেন ফাফ ডু প্লেসিকে। দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়কের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের আধ ঘণ্টার আড্ডায় আলাপচারিতা মাঠে-মাঠের বাইরের অনেক প্রসঙ্গই এল। তবে বাংলাদেশের দর্শকদের একটু বেশি ভালো লাগবে তাদের সম্পর্কে ডু প্লেসির প্রশংসাটা।
আড্ডার এক পর্যায়ে তামিম জানতে চাইলেন ডু প্লেসির টেস্ট অভিষেকের গল্প, 'তোমার ব্যাপারে বেশ কিছু খবর পেয়েছি আমি। আমাদের ড্রেসিং রুমে এখন বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান আছে। তোমার অভিষেক টেস্টের সময় নাকি কী যেন ঘটেছিল?'
ডু প্লেসি ফিরে গেলেন ২০১২ সালের নভেম্বরে অ্যাডিলেড টেস্টে, যেটি দিয়ে তাঁর ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে পা রাখা, 'হ্যাঁ, ব্যাট করতে নামার সময় জুতো খুলে গিয়েছিল। সিঁড়ি দিয়ে নামছিলাম, এমন সময় জুতো খুলে যায়। পরে গ্লাভস, প্যাড পরা অবস্থায় নিচু হয়ে জুতো ঠিক করছিলাম। আর পুরো অ্যাডিলেডের দর্শকরা যেন আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল!'
এ গল্প শুনে তামিম একটু সান্ত¡নাই দিলেন ডু প্লেসিকে, 'বাংলাদেশে এমন কিছু হলে তুমি বুঝতে না দর্শকেরা কী বলছে। কিন্তু অস্ট্রেলিয়ায় তুমি বুঝতে বাধ্য। কারণ, যা বলার ওরা ইংলিশে বলছিল।'
অস্ট্রেলিয়ান দর্শকেরা জ্বালিয়ে ডু প্লেসিকে উপকারই করেছিল। নিজের অভিষেক টেস্ট প্রোটিয়া ব্যাটসম্যান স্মরণীয় করে রেখেছিলেন ৭৮ ও অপরাজিত ১১০ রানের দুটি অসাধারণ ইনিংস খেলে। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও টেস্টটা দক্ষিণ আফ্রিকা ড্র করেছিল ডু প্লেসির দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যেই। ম্যাচের নায়ক তিনিই। অ্যাডিলেডের দর্শকদের স্লেজিংয়ের পরও টেস্ট অভিষেকটা ভীষণ রঙিন হয়েছে ডু প্লেসির। তবে তামিমের কথার রেশ ধরে অস্ট্রেলিয়ানদের নয়, বাংলাদেশের দর্শকদের প্রশংসা ঝরল প্রোটিয়া তারকার কণ্ঠে, '...কিন্তু পার্থক্য হলো, অস্ট্রেলিয়ান দর্শকদের চেয়ে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র।'

মন্তব্য



    দোকান-কর্মচারীদের মানবেতর জীবন


    করোনা রোগীর কাছে ওষুধ–পথ্য নিয়ে যাবে ওয়ালটনের রোবট


    তাঁদের নামে কার্ড আছে, চাল তোলা হচ্ছে অথচ তাঁরা জানেনই না


    পুলিশ ও আনসারে করোনা সংক্রমণ বাড়ছেই


    সাক্ষাৎকারমহান মুক্তিযুদ্ধকে অবিস্মরণীয় জাতীয় অর্জন হিসেবে দেখি: সোলায়মান চৌধুরী


    থ্যালাসিমিয়া ফাউন্ডেশনশাফি-রাফিরা তাকিয়ে আছে আপনার দিকে


    ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত, ঈদে কড়াকড়ি


    ‘অস্ট্রেলিয়ান দর্শকদের চেয়ে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র’

    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন   
    © স্বত্ব প্রথম আলো ১৯৯৮ - ২০২০
    সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
    প্রগতি ইনস্যুরেন্স ভবন,২০-২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫

    ফোন: ৮১৮০০৭৮-৮১, ফ্যাক্স: ৫৫০১২২০০, ৫৫০১২২১১ইমেইল: info@prothomalo.com

    Post a Comment

    0 Comments