৭ মাস আগে গোপনে তৃতীয় বিয়ে সেরেছেন গায়ক নোবেল,

 
মাঈনুল হাসান নোবেল বর্তমান সময় বিতর্কে নাম🚶


    বেশ কিছুদিন ধরে বিতর্ক যেন নোবেল এর পিছু ছারছে না,।সত্যি হলো বিতর্ক তার পিছু ছারছে না নাকি তিনি বিতর্ক ছারতে চাইতেছেন না,,।জি বাংলা সা রে গা মা এর পর থেকে নোবেল এর নাম তেমন একটা সুনা যাচ্ছে না,।তাই অনেক এ ধারনা করছে তিনি মানুষ এর আলোচনায় আসার জন্য এই সব করছেন,


কিছুদিন আগে যেই ভারত তাকে তারকা বানিয়েছে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে নিয়ে উল্টা পাল্টা কথা বলে রেবের কাছে যেতে হয়েছে,,।তারপর বাংলাদেশ জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করছেন বলেছেন এর চেয়ে অনেক ভালো জাতীয় সংগীত রয়েছে তার কাছে,,। তিনি আরো বলেছেন তিনি নাকি বাংলাদেশর ছিনিয়র শিল্পিদের আরো ভালো গান শিখাতে চান

৩য় বিয়ে::
             ৭ মাস আগে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি। যা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।বিয়ের সার্টিফিকেটও সামনে এসেছে। যেখানে লেখা রয়েছে, ৫ লক্ষ টাকা পণ নিয়ে ২০১৯-এর ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামের এক যুবতীকে বিয়ে করেন নোবেল। বর্তমানে নাকি তাঁদের রোজ মারধরও করে,।


বিয়ের ব্যাপারে আরও জানতে নোবেলের জন্মস্থান গোপালগঞ্জে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নোবেলের এক বন্ধু জানান, ছোটবেলা থেকে বেশ দুরন্ত নোবেল। প্রথমে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও একটা ঝামেলায় জড়িয়ে পরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় স্কুলে ভরতি হয়। তবে নবম শ্রেণিতে পড়াকালীন এক নারীকেন্দ্রিক ঘটনায় তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর আর গোপালগঞ্জে সেভাবে দেখা যায়নি।


এর আগে রিমির সঙ্গে সংসার শুরু করেছিলেন বাংলাদেশি গায়ক। সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয়কে বিয়ে করেন। ভেঙে যায় সেই সম্পর্কও। সমাজকর্মী অমি রহমান পিয়ালের একটি পোস্ট থেকে জানা যায়, নোবেল তাঁর স্ত্রীকে মারধর করতেন। জানা গিয়েছে, তৃতীয় স্ত্রীকেও তিনবেলা মারধর করেন খ্যাতনামা এই গায়ক। পিয়াল লিখেছেন, “দুই সপ্তাহ আগেই নিজের মা-বোনকে গভীর রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন নোবেল। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আর স্ত্রী? তার কী অবস্থা? জি বাংলার সেলিব্রিটির প্রেমে পড়ে পরিবারের কাছে সম্পর্ক চুকিয়ে দিয়ে এল ওই যুবতী। তাকে নিয়ম করে তিনবেলা মারধর করে আমাদের সুপারস্টার সিঙ্গার। মানুষ যেমন তিনবেলা খাবার খায়, আমাদের গায়ক তিনবেলা স্ত্রীকে মারে।” যদিও এ নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেননি নোবেল।

Post a Comment

0 Comments