2736 নতুন রোগি সহ সৌদি আরবে সংরামিত রোগির সংখ্যা 54 হাজারেরও বেশি,,,,




2736 নতুন রোগি সহ সৌদি আরবে সংরামিত রোগির  সংখ্যা 54 হাজা 



করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে,,,,,, সৌদি আরবের মেন কিছু সহর যেমন জেদ্দা রিয়াদ দাম্মাম মক্কা-মদিনায় গুলোতে বেশি দেখা যায় রোগীর পরিমাণ,,,,এই অস্তায় প্রায় অচল হয়ে গেছে অনেক বাংলাদেশি প্রবাশি। 


 রাজ্যে দৈনিক করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বমুখী প্রবণতা রবিবার অব্যাহত রয়েছে স্বাস্থ্য মন্ত্রক 2736 টি নতুন রোগী  ঘোষণা দিয়েছে যেহেতু সৌদি আরব প্রতিদিন ১৫,০০০ থেকে ১৮,০০০ পরীক্ষা দেওয়ার জন্য তারা পরীক্ষার ক্ষমতা তীব্র করে তুলেছে।  রবিবারের পরিসংখ্যানগুলি দেশে মোট রোগীর  সংখ্যা 54,752 এ নিয়েছে।


 সৌদি সরকার  জনসাধারণকে সামাজিক দূরত্ব অনুশীলন বজায় রাখার এবং ভাইরাসের বিস্তার রোধে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের পরিদর্শন করা থেকে বিরত থাকার আহ্বান জানান।




আল্লাহ আমাদের রক্ষা করো।।।।

Post a Comment

0 Comments